ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

‘দানবের’ মতো রোবট   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৩, ১৭ এপ্রিল ২০১৮

‘দানবের’ মতো বিশাল এক রোবট বানিয়ে ফেললেন মাসাকি নাগুমো নামের জাপানের এক প্রকৌশলী। জাপানিজ অ্যানিমেশন সিরিজ ‘মোবাইল স্যূট গানডাম’ দেখে অনুপ্রাণিত হয়েই এ রোবট বানালেন তিনি। রোবটটির উচ্চতা ২৮ ফুট এবং এর ওজন ৭ টনেরও বেশি।    

ওই রোবটটির উপরের অংশে যোগ করা হয়েছে একটি ককপিট। সেই ককপিটে বসে একজন পাইলট সহজেই রোবটটিকে পরিচালিত করতে পারবেন। রোবট পরিচালনার সময় সেই পাইলটের আয়ত্তে থাকবে রোবটের হাত ও পা।

সম্প্রতি তৈরি করা এই বিরাট দৈত্যের মতো রোবটটি হাঁটতে পারে, চলতে পারে। সামনে ও পেছনে, দুদিকেই সে অনায়াসে চলাচল করতে পারে। প্রতি ঘণ্টায় তার গতিবেগ ১ কিলোমিটার। শুধু তাই নয়, তার হাতে রয়েছে একটি বন্দুক। সেই বন্দুক থেকে বুলেটের পরিবর্তে ছোঁড়া হয় ছোট ছোট বল।

সূত্র: ইকোনমিক টাইমস    

একে//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি